Thursday, August 1, 2019

Jaisalmer - Sonar Kellar Deshe

জয়সলমীর সোনার কেল্লার দেশে...

থর মরুভূমির বুকে সোনার কেল্লার শহর জয়সলমীর। ১১৫৬ খ্র্রিস্টাব্দে যাদববংশীয় ভাট্টি রাজপুত রাওয়াল জয়সল লোধুরবা থেকে রাজধানী সরিয়ে এখানে রাজধানী গড়ে তোলেন। ত্রিকূট পাহাড়ের মাথায় গড়ে ওঠে দুর্গ - সোনার কেল্লা। দেশের একমাত্র কেল্লা যার মধ্যে আস্তো একটা শহর। কেল্লার মধ্যে কয়েক হাজার লোকের বাস। রাজস্থানের দ্বিতীয় প্রাচীন এই কেল্লা ৮০ মিটার উচ্চতায় ৯৯টা বুরুজের ওপর দাঁড়িয়ে। দুর্গের চারটে প্রবেশদ্বার হলো আক্ষয়পোল, সুরজপোল, গানেশপোল আর হাওয়াপোল। কেল্লার ছাদে বসানো বিশাল কামান, এখান থেকে জয়সলমীর শহরের দৃশ্য অপূর্ব। কেল্লার ভিতরে সিটি প্যালেস ও মিউজিয়াম। খোলা থাকে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এছাড়া ১২ - ১৫ শতকের মধ্যে তৈরী জৈন মন্দিরগুলো খোলা থাকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুর্গ থেকে বেরিয়ে গলিপথে তিনটে বিখ্যাত হাভেলি - সেলিম সিং এর হাভেলি, পাটোয়া কি হাভেলি আর নাথমলজি কি হাভেলি। প্রবেশের সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা। এছাড়া দ্রষ্টব্য বৃষ্টির জলে সৃষ্ট গদ্দিসর লেক, টুরিস্ট রিসেপসন সেন্টার এর কাছে অবস্থিত ডেসার্ট কালচার সেন্টার অ্যান্ড মিউজিয়াম। খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা। সন্ধ্যে সাড়ে ৬টায় এখানে পুতুল নাচের আসর বসে। জয়সলমীর থেকে ৪৫ কিমি দূরে স্যাম স্যান্ড ডিউন্স। উটের পিঠে চেপে মরুভুমিতে সূর্যাস্ত দেখা সঙ্গে স্থানীয় শিল্পীদের সাংস্কৄতিক অনুষ্ঠান ও রাজস্থানি থালির স্বাদ গ্রহন করা চির অমলিন অভিজ্ঞতা। 








কিভাবে যাবেন -   
জয়সলমীরের দূরত্ব যোধপুর থেকে ৩০০ কিমি ও বিকানীর থেকে ৩৪০ কিমি। বাস, ট্যাক্সি বা ট্রেন সহজেই পেয়ে যাবেন। 

ট্রেন ও ফ্লাইট টিকিট বুকিং লিঙ্ক -                                                   

  
                            


                                               

কোথায় থাকবেন - 
জয়সলমীরে থাকার জন্য OYO ROOMS, FAB HOTELS বা TREEBO HOTELS থেকে ভালো হোটেল পেয়ে যাবেন। নীচে লিঙ্ক দেওয়া হলো। 



কখোন যাবেন - 
নভেম্বর থেকে মার্চ হলো জয়সলমীর ঘোরার সেরা সময়।



খাওয়াদাওয়া -
গ্রিন পার্ক রেস্টুরেন্ট। 
দি জয়সল ট্রিট।
পাকওান রেস্টুরেন্ট। 
ঠাকুর জি রেস্টুরেন্ট। 



কেনাকাটা - 
সদর বাজার। 
ভাটিয়া বাজার।
সোনারন কা বাস।
পান্সারি বাজার। 
মানাক চক। 


সাইটসিন - 
সোনার কেল্লা - জয়সল দুর্গ।
হাভেলি - সেলিম সিং এর হাভেলি, পাটোয়া কি হাভেলি আর নাথমলজি কি হাভেলি।
গদ্দিসর লেক।
ডেসার্ট কালচার সেন্টার অ্যান্ড মিউজিয়াম।
স্যাম স্যান্ড ডিউন্স।



অবশ্যই করবেন -
সোনার কেল্লা আর মিউজিয়াম দর্শন। 
রাজস্থানি থালি খেতেই হবে। 
স্যাম স্যান্ড ডিউন্সে উটের পিঠে চেপে মরুভুমিতে সূর্যাস্ত দেখা সঙ্গে স্থানীয় শিল্পীদের সাংস্কৄতিক অনুষ্ঠান।





#Rajasthan #Jaisalmer #SonarKella #LivingFort #BengaliTravelBlog #JaisalmerBlog #DesertTrip

Tuesday, July 30, 2019

Palolem Beach - Goa

পালোলেম 

গোয়ার উপকূল মানচিত্রে রূপোলী বালির ক্যানভাসে ঘন নীল জলের অর্ধ চন্দ্রাকার পালোলেম সৈকত ঠিক যেন শিল্পীর হাতে আঁকা ছবি। বালিয়াড়ির উপর নারকেলবীথির ঝুঁকে পড়া ছায়া পাললেমের প্রধান বৈশিষ্ট। সারা বছর ধরে দেশী বিদেশী পর্যটকের ভিড় লেগেই আছে। আরব সাগরের স্বচ্ছ জল, সাদা বালির চর আর শান্ত গোয়ানিজ গ্রামগুলোর সান্নিধ্যে কটা দিন স্বপ্নের মতো কেটে যাবে এখানে।




কিভাবে যাবেন - 
পালোলেমের দূরত্ব মারগাঁও থেকে ৪৩ কিমি ও গোয়া এয়ারপোর্ট থেকে ৬২ কিমি। বাস বা ট্যাক্সি সহজেই পেয়ে যাবেন।

ট্রেন টিকিট বুকিং -



প্লেন টিকিট বুকিং -
  



কোথায় থাকবেন - 





খাওয়াদাওয়া -
Dropadi Bar & Restaurant.
Ourem 88
Zest
Fatima's Restaurant
Little World
Nireas


সাইটসিন - 
Cabo De Rama Fort
St. Anne's Church
Monkey Island
Butterfly Island
Turtle Beach
Figueiredu Mansion.
Pandava's Drum

কেনাকাটা - 
Mustaffa & Sons
Farooq Shop
Chim
Light House Boutique.


অবশ্যই করবেন -
পালোলেম সৈকতে স্নান।
যোগা ক্লাস ও আয়ুরভেদিক মাসেজ।
গোয়ার স্থানীয় খাবার।
ডলফিন দর্শন বোট ট্রিপ।

#Goa #Palolem #SouthGoa #GoaTrip #HoneymoonInGoa #GoGoa #GoaTourism #Traveller_Subendu #BengaliTravelBlog #গোয়া #গোয়াভ্রমন #পালোলেম #সউথগোয়া